সোমা লাহিড়ী
কয়েক মাস আগে 'ধুমকেতু' (Dhumketu) ছবির প্রোমোশনে নৈহাটির বড় মায়ের মন্দিরে (Naihati Boro Ma) পুজো দিতে গেছিলেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। পুজো দেওয়ার সময় যে জরি বর্ডার স্যাটিন-জর্জেটটা পরেছিলেন, সেটা রীতিমতো আলোড়ন তুলেছিল ইয়ং স্টারদের মনে। সোশ্যাল মিডিয়া তোলপাড় তো হয়েছিলই, ছোট-বড় অনেক ডিজাইনারও শুভশ্রীর ওই শাড়ির রেপ্লিকা বানাতে বাধ্য হয়েছিলেন। ক্রেতাদের ক্রেজ তো আর ফেলনা নয়। প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi ) মতো বড় শাড়ির শোরুমের ম্যানেজারও বলেছিলেন, 'অনেকেই শুভশ্রীর মতো রেড জর্জেট শাড়ির খোঁজ করছেন।'