বিহঙ্গী বিশ্বাস
পুরীর সমুদ্রতটে গোধূলির শান্ত আলোয় শেষ হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র শুটিং। শেষ ক্ল্যাপ পড়ল নরম বালিতে, নিঃশব্দে থেমে গেল ক্যামেরা, কিন্তু যেন থামল না আবেগের ঢেউ।
সকালের শুরুটা ছিল শুভশ্রী গাঙ্গুলির শেষ অভিনীত দৃশ্য দিয়ে। সবুজ বালুচরী শাড়ি, গলায় ভারী গয়না, চোখে-মুখে যেন বিদায়ের ছায়া—সে মুহূর্তে তিনি যেন নটী বিনোদিনী হয়ে উঠলেন সত্যি। ব্রাত্য বসুর গিরীশচন্দ্র ঘোষের (ব্রাত্য বসু) সঙ্গে অন্তিম সাক্ষাতের দৃশ্যে মিশে গিয়েছিল বাস্তব আর অভিনয়ের সীমারেখা।