দ্য ওয়াল ব্যুরো: এত বছর কেটে গেলেও কোনও সন্তানের মুখই এতদিন দেখাননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ব্যক্তিগত জীবনেও তাঁরা খুবই অন্তর্মুখী। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের আগেও পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন এই দম্পতি।
তবে শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এক সাক্ষাৎকারে ভুলবশত বলে ফেলেছিলেন বিরাট আবার বাবা হচ্ছেন! পরে যদিও ব্যাপারটি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাঁকে, তবু সত্য চাপা থাকেননি।