দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় শনিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সকলেই উত্তরাখণ্ডের আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক (Government School Teachers) এবং তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাল্দওয়ানি যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নৈনিতাল জেলার গরমপানি (Garam Pani) এলাকায় খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়।
#REL