দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট।