দ্য ওয়াল ব্যুরো: অতিসম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মহম্মদ সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেবেন। বিচারপতির আদেশে মোটেও তুষ্ট হননি হাসিন। বুঝিয়ে দেন, এই টাকায় তাঁর চলবে না।
কয়েক দিন যেতে না যেতে নিজের অসন্তোষ আরও চড়া সুরে ও প্রকাশ্যে জানালেন। ইনস্টাগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির উদ্দেশে চোখা চোখা প্রশ্ন রাখলেন, অভিযোগের পর অভিযোগ তুললেন।