দ্য ওয়াল ব্যুরো: রানওয়ের মুখে পৌঁছেও উড়তে পারল না বিমান। মাঝরাতে কলকাতা বিমানবন্দরে ব্যাংককগামী থাই লায়ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে হঠাৎ ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। ঘণ্টার পর ঘণ্টা বন্দি থাকতে হয় যাত্রীদের। শেষপর্যন্ত বাতিল করা হয় ফ্লাইটটিকে। এদিকে যাত্রীদের রাখা হয় নিকটবর্তী একটি হোটেলে।