দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের ধাঁচে (Airport) এবার ট্রেনযাত্রীদের (Train Passengers) জন্য কড়া নজরদারি চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।
নির্দিষ্ট পরিমাণের বেশি ওজনের ব্যাগ (Weighty Bag) নিয়ে ট্রেনে উঠলে দিতে হতে পারে অতিরিক্ত ভাড়া বা জরিমানা। শুরুতে উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম।
রেলের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি, এসি টু টায়ারে ৫০ কেজি, এসি থ্রি ও স্লিপারে ৪০ কেজি, এবং সাধারণ কামরায় সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখা যাবে। এর বেশি হলে জরিমানা নিশ্চিত।
#REL