দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ফের চলল গুলি (Shootout)। এবার ফের ঘটনাস্থল মালদহ (Maldah)। মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলায় সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বর্তমানে তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
জখম ওই দ্বাদশ শ্রেণির পড়ুয়ার নাম আবদুল শাহিদ (১৯), সে বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্র। পরিবার সূত্রে খবর, সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিল আবদুল। কিছুক্ষণ পর স্থানীয়রা ফোনে খবর দেয়, তাকে গুলি করা হয়েছে।