দ্য ওয়াল ব্যুরো: ১২ দিনের টানা সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরান-ইজরায়েলের মধ্যে। তারপরই প্রথমবার প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে খামেনেই জানালেন, 'আমরা জয় পেয়েছি। আমেরিকানদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে।'
খামেনেইর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল মিলে যে আক্রমণ চালিয়েছিল, তাতে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি ইরানের। উলটে, ইরানই মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
#REL