দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ জুড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে তাপমাত্রা, এবার কিন্তু শহরে সত্যিকারের শীতের আমেজ (weather update)। উত্তুরে হাওয়া আর মেঘমুক্ত আকাশের জোটে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। রাজ্যজুড়েই এখন একই ছবি, শীত জাঁকিয়ে বসেছে (winter update West Bengal)।
উত্তরবঙ্গে ঠান্ডার দাপট আরও তীব্র। বৃহস্পতিবার দার্জিলিংয়ে পারদ ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি ও আলিপুরদুয়ারে ৯.৩ ডিগ্রি - সব মিলিয়ে শীতের উপস্থিতি স্পষ্ট।
#REL