দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির আশঙ্কা থাকলেও নবমী পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে পুজোর দিনগুলো। যদিও নবমীর মাঝরাত থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল, হাওয়া অফিস জানিয়েছে, আসল ঝুঁকি শুরু হতে পারে দশমী থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।