দ্য ওয়াল ব্যুরো: অমানবিক! মধ্যরাতে তালা বন্ধ ঘরে পেট্রোল ঢেলে (Petrol) আগুন ধরিয়ে গোটা পরিবারকে পুড়িয়ে মারার (Burn Family) চেষ্টার অভিযোগ! পূর্ব বর্ধমানের (Burdwan) খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুর পশ্চিমপাড়ায় ঘটল গা শিউরে ওঠা এই মর্মান্তিক ঘটনা।
অভিযোগ, এক যুবক তাঁর সৎ মা, বাবা ও সৎ ভাই-বোনকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সৎ মা সন্ধ্যা মিস্ত্রির (৪২)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা কৃষ্ণপদ মিস্ত্রি (৫০) এবং ছেলে বাদল মিস্ত্রি (১৩)। কন্যা সুমিত্রা (১০) কিছুটা কম আহত হলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
#REL