দ্য ওয়াল ব্যুরো: আজ সকালে ভারতীয় শেয়ার মার্কেটে চরম অস্থিরতা দেখা দিয়েছে। অপ্রত্যাশিতভাবে সেনসেক্স এবং নিফটি, দুই প্রধান সূচকই বড় ধরনের পতনের শিকার হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা চলার পর হঠাৎ এমন বড়সড় পতন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। শুধু বিনিয়োগকারীদের ক্ষতিই নয়, এই পতনের সুদূরপ্রসারী প্রভাব গোটা দেশের অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সাম্প্রতিক পরিস্থিতি: রেকর্ড পতন