দ্য ওয়াল ব্যুরো: ধনতেরস আসন্ন, আর তার ঠিক আগে ভারতীয় বাজারে রূপার দামে দেখা যাচ্ছে প্রবল অস্থিরতা। উৎসবের মরসুমে যেমন গয়না ও বিনিয়োগের জন্য রূপার চাহিদা বাড়ে, তেমনই আন্তর্জাতিক বাজারের ওঠানামাও দেশীয় বাজারে ফেলছে গভীর প্রভাব। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের নজর এখন বাজারের প্রতিটি গতিবিধিতে, কারণ সামনেই সোনা ও রূপা কেনার অন্যতম শুভদিন। হঠাৎ দামের এই পরিবর্তন সাধারণ ক্রেতা থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ, সবাই তাকিয়ে বাজারের পরবর্তী দিকনির্দেশের দিকে।
ধনতেরসের আগে রূপার দামের বর্তমান অবস্থা