দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার (Indian Stock Market)। দিনের শুরু থেকেই দাপট দেখাল দুই প্রধান সূচক- নিফটি (Nifty 50) আর সেনসেক্স (Sensex)। সকাল ন’টা বেজে ২৫ মিনিটের মধ্যে নিফটি ২৬,৩০২ পয়েন্টের উপরে উঠে আগের রেকর্ডকে ছাপিয়ে যায়। সেনসেক্সও ৮৫,৯৭৪ পয়েন্ট পার করে নিজের সর্বকালীন উচ্চতা ৮৬,০২৬ পয়েন্টের দোরগোড়ায় পৌঁছয়।
এদিকে আগের দিন বুধবারও দুই সূচকই বেশ ভাল জায়গায় ছিল। সেনসেক্স ১,০২২ পয়েন্ট (1.21%) বেড়ে ৮৫,৬০৯-এ বন্ধ হয়। নিফটি ৩২০ পয়েন্ট (1.24%) বেড়ে ২৬,২০৫-এ যায়, যা গত পাঁচ মাসের মধ্যে সেরা সেশন।
#REL
বাজার কেন এত চাঙ্গা?