দ্য ওয়াল ব্যুরো: যাত্রী ভোগান্তি চরমে। যাদের উপায় নেই তারাই আজ রাস্তায়। অনেক বেশি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার বেশি টাকা দিয়েও অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে অসহায় যাত্রীরা।
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 JULY) মানেই একদিকে শহিদ দিবস, অন্যদিকে কলকাতার আকাশে বৃষ্টির চেনা ছবি। কিন্তু এবারে ভিন্ন চিত্র। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বরং সময় গড়াতেই রোদের তেজে ঘাম ঝরেছে সমাবেশস্থলে হাজির তৃণমূল কর্মী-সমর্থকদের।
এই ব্যতিক্রম নিয়ে গুঞ্জন শুরু হয় ধর্মতলার মঞ্চ ঘিরে। আর সেই আলোচনার রেশ গিয়ে পৌঁছয় মঞ্চে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কানেও। নিজের দীর্ঘ বক্তব্যের শেষে হঠাৎ করেই প্রশ্ন ছুঁড়ে দেন, “এবার কেন বৃষ্টি হল না বলুন তো?”
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল প্রতিবার দাবি করে ২১ জুলাই (21 July) ধর্মতলায় রেকর্ড ভিড় হয়। এইবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijan) কর্মসূচি থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, তৃণমূলের ২১ জুলাইয়ের ভিড় আদতে রোহিঙ্গা (Rohingya), চোরেদের!
দ্য ওয়াল ব্যুরো: “সবাইকে জেলে ভরে দিচ্ছেন! কিন্তু মনে রাখবেন, আগামী দিনে মানুষই গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরে দেবে। সেদিন আর বেশি দূরে নয়।”, বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ শানিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শহরের ধর্মতলায় শহিদ দিবসের (21 July) মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের ‘অবিচার’ ও ‘বদলার রাজনীতি’ এখন চরমে পৌঁছেছে।
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “বাংলার ভোটার লিস্টে কারচুপি হলে রাস্তায় নামবে তৃণমূল। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে ।”
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ২১-র শহিদ দিবসের (21 July) মঞ্চের উদ্দেশে রওনা দেওয়ার আগে তৃণমূল কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। দলের যুবনেতা, কর্মীদের উজ্জীবিত করে তিনি বলেন, 'মনে রাখতে হবে, বুলেট শরীরকে মারতে পারে, বিশ্বাসকে নয়।' একই সঙ্গে বিরোধী শিবিরকে নিশানা করে তাঁরা বক্তব্য, বাংলার আত্মাকে কোনও ভাবেই পিষে দেওয়া যাবে না।