দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগেই হয়েছিল বিশেষ প্রিভিউ স্ক্রিনিং। সেখানে উপস্থিত ছিলেন জয়া বচ্চনও (Jaya Bachchan)। ছবি শেষ হওয়ার পর পরিচালকের দিকে তাকিয়ে হালকা এক হাসি, তারপর শব্দ না করে চলে যাওয়া—এতেই মনে তৈরি হয়েছিল ভুল ধারণা। ভেবেছিলেন হয়তো ছবিটা একেবারেই পছন্দ হয়নি। কিন্তু পরে জানা গেল, উল্টোটাই সত্যি। বরং জয়ার সুপারিশেই সেই ছবি জায়গা করে নেয় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।