দ্য ওয়াল ব্যুরো: একটা নিরামিষ সেলফি। যার পেছনে ঝাপসা ছায়া। আর এভাবেই ফের একবার ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিয়ে ভাঙার পর এবার নাকি মাহিকা শর্মার (Maheika Sharma) নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার! অন্তত সমাজমাধ্যমে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
কে এই মাহিকা শর্মা?