প্রিয়ঙ্কা পাত্র
হাতে আর গোনাগুনতি ৮-৯ মাস। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। ২০২৬ সালের জন্য প্রত্যক্ষভাবে প্রস্তুতি এখনও শুরু না করলেও রাজনৈতিক দলগুলি 'ব্লু-প্রিন্ট' তৈরি করতে শুরু করেছে। আর অন্যান্যবারের মতো এবারও বিজেপির নজরে হিন্দু ভোট। কিন্তু শুধুমাত্র এর ওপর ভিত্তি করে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফল পাবে বিজেপি (BJP)? সেই প্রশ্ন থেকেই যায়। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ভীষণভাবে আশাবাদী।