দ্য ওয়াল ব্যুরো: লোকগানের জনপ্রিয় মুখ এবং বিজেপির নতুন প্রার্থী মৈথিলী ঠাকুর (Maithili Thakur) প্রথমবার ভোটের ময়দানে নেমেই চমক দেখিয়েছেন (Maithili Thakur first Bihar Election)। আলিনগর বিধানসভায় (Alinagar constituency) BJP Candidate) তিনি এগিয়ে আছেন, শুক্রবার সকাল থেকেই সেই ইঙ্গিত দিয়েছে প্রথম দফার গণনা।
মাত্র এক মাস আগে বিজেপিতে যোগ দেওয়া (BJP new candidate) ২৫ বছরের এই গায়িকা প্রথম থেকেই বলেছিলেন, রাজনীতিতে তাঁর লক্ষ্য একটাই - বিহারের মানুষের সেবা করা। ভোটের আগে এবং পরে সেই কথারই বারবার পুনরাবৃত্তি করেছেন মৈথিলী।
#REL