দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগকে 'ভুল এবং ভিত্তিহীন' বলে খারিজ করল নির্বাচন কমিশন (ECI)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাহুল যে ভোট চুরির অভিযোগ তুলেছেন, তাকে কমিশন সম্পূর্ণ নস্যাৎ করল এদিন।
কমিশনের দাবি, জনগণের কেউই অনলাইনে ভোট মুছতে পারেন না। রাহুল গান্ধী যে ধারণা দিয়েছেন, তা সম্পূর্ণ ভুল। কোনও ভোট মুছে ফেলার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই শুনানির সুযোগ দেওয়া হয়।
#REL
কর্নাটকের উদাহরণে কমিশনের জবাব