দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনকে (electoral roll revision) কেন্দ্র করে চলমান বিতর্কে ক্রমশ দানা বাঁধছে ইন্ডিয়া (INDIA) জোটের বোঝাপড়া। সংসদের ভিতরে ইতিমধ্যে এক সুরে প্রতিবাদে শামিল হয়েছে জোটের শরিক দলগুলি। এবার সংসদের বাইরেও একজোট হয়ে প্রতিবাদ সংঘঠিত করার চেষ্টা হচ্ছে। আগামী সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশন (march to ECI office in Delhi to lodge protest on special intensive revision) অভিযানের পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট।
#REL