দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ির কাছে মাঠ থেকে মিলল ৮ বছরের শিশুকন্যার দেহ (Child Deathbody)। মঙ্গালবার সাত সকালে এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ল ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে।
সৈয়দকুলুট গ্রামের আট বছরের এক শিশুকন্যা শনিবার সন্ধে থেকে নিখোঁজ হয়ে যায়। খেলতে গিয়ে আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পুলিশে। গ্রামে এসে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। আসে পুলিশ কুকুর। বাড়ির সামনে পুকুর থাকায় রাতেই ডুবুরি নামানো হয়। তবে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি ছোট্ট শিশুর।