দ্য ওয়াল ব্যুরো: ChatGPT-কে যে তৈরি রয়েছে, অর্থাৎ সৃষ্টিকারী সংস্থা OpenAI এবার গুগলের অন্যতম দাপুটে পণ্য Chrome-এর বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে। সংস্থাটি শিগগিরই চালু করতে চলেছে একটি AI-চালিত ওয়েব ব্রাউজার, যা শুধুমাত্র সার্ফিংয়ের অভিজ্ঞতাই বদলে দেবে না, বরং ব্যবহারকারীর পক্ষ থেকে নানা কাজ নিজে থেকেই করতে পারবে।
Reuters-এর রিপোর্ট অনুযায়ী, তিনজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই ব্রাউজার কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে। এটি ChatGPT-এর মতো একটি ইন্টিগ্রেটেড চ্যাট ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীদের ওয়েবসাইটে না গিয়ে সরাসরি তথ্য প্রদান করতে পারবে।