দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ভিডিও চারদিকে। ডিজিটাল এক যুগে এই এক উন্মাদনা, নিত্যনতুন কোনও না কোনও ট্রেন্ডে গা ভাসিয়ে চলছেন মানুষ।
তবে এইবার এমন এক ট্রেন্ড ভাইরাল হয়েছে, যা নিয়ে বড়রা তো বটেই, বাচ্চারা পর্যন্ত মেতে উঠেছে খুশিতে। কারও চোখ গোল্লা গোল্লা, কেউ ভয় পেয়ে চিৎকার করে উঠছে, কেউ বা দারুণ মজা পেয়েছে দেখে। আর পাবে নাই বা কেন! জলের মধ্যে একটা সামান্য জিনিস মিশিয়ে এইভাবে ম্যাজিক তৈরি হতে পারে, তা তো আগে অনেকের জানা ছিল না।
#REL