দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই চোখে পড়ছে কাচের গ্লাসে হলুদ রঙা জল (Yellow Water), নীচে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালালে সোনালি দীপ্তি। কেউ ফটো তুলছেন, কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ আবার ক্যাপশনে লিখছেন— ‘নেচার ইজ ম্যাজিক’।
কিন্তু এই জাদু আসলে কী? কেন হঠাৎই এত মানুষ জলজ পাত্রে, গ্লাসে ফেলে দিচ্ছেন চিমটে চিমটে হলুদগুঁড়ো? এটা নিছক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, না এর পেছনে রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা?
হলুদের আলো-আলো খেলা