দ্য ওয়াল ব্যুরো: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir, Bharatpur, TMC MLA) আবারও বিস্ফোরক মন্তব্যে শোরগোল তুললেন। শুক্রবার ভরতপুর থানার সামনে এক সভা থেকে নাম না করেই জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। একইসঙ্গে টেনে আনেন প্রাক্তন জেলা সভাপতি সাওণী সিংহ রায়কেও।
‘মাতব্বর’, ‘মোড়ল’, ‘চোরে চোরে মাসতুতো ভাই’— একাধিক বিশেষণে জেলা নেতৃত্বকে কটাক্ষ করেন হুমায়ুন। প্রশ্ন তোলেন, “ভরতপুরে পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হল কেন? দু’মাস কেটে গেলেও কেন স্থায়ী সমিতি গঠন হল না?”
#REL