দ্য ওয়াল ব্যুরো: আস্তিনে ছিল তিনটে অপশন। সেঞ্চুরি হাঁকিয়ে কীভাবে নিজের উচ্ছ্বাস জাহির করবেন, তার একাধিক কৌশল ছকে রেখেছিলেন ঋষভ পন্থ। একটির নাম ‘আমার ব্যাটই কথা বলে’।
যদিও ৯৯ রানের মাথায় শোয়েব বশিরকে ছক্কা মেরে শতরান সম্পূর্ণ করার পর ভল্ট মারেন ঋষভ পন্থ। হেডিংলের বাইশ গজে দুরন্ত সেঞ্চুরির তুবড়ি তোলে সামারসল্ট!