দ্য ওয়াল ব্যুরো: শুরুর দিকের টলমল অবস্থান কাটিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। সোমবার মহিলা বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশকে (Bangladesh) তিন উইকেটে হারাল প্রোটিয়ারা (Bangladesh Women vs South Africa Women)। জয়ের নেপথ্যে দু’জন - ক্লোই ট্রায়ন ও মারিজান ক্যাপ, দু’জনের ব্যাটেই এল মূল্যবান অর্ধশতক।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। ধীর গতিতে শুরু করেন দুই ওপেনার ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)। দু’জন মিলে প্রথম উইকেটে ১৬.১ ওভারে ৫৩ রান যোগ করেন।