দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের রেশন গ্রাহকদের (Ration Card Holder) জন্য সুখবর। পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে, রেশন থেকে বাড়তি খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের খাদ্যদফতর (Food Department)।
অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা এমন পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ হচ্ছে না বলে দফতর মনে করছে। তাই এবার বড় পরিবারগুলিকে আরও বেশি পরিমাণ খাদ্যশস্য দেওয়ার জন্য (large families will benefit) নতুন প্রস্তাব কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
#REL