দ্য ওয়াল ব্যুরো: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himant Biswa Sharma) মন্তব্য ঘিরে ফের বাংলা-বিদ্বেষের অভিযোগ তুলে রাজনৈতিক তরজায় নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। আদমশুমারির প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কেউ যদি বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন, তবে তিনি ‘বাংলাদেশি’ হয়ে যান।' এই মন্তব্য ঘিরেই কার্যত তোপ দেগেছে তৃণমূল।