দ্য ওয়াল ব্যুরো: মাধুরী দীক্ষিত, যে নামটা আটের দশক থেকে আমাদের মন জয় করে নিয়েছে। পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে মাধুরী যেন এক নারীশক্তির জয়গান। পদ্মশ্রী সম্মানে ভূষিত মাধুরী দীক্ষিত শুধু অভিনয়ের জন্য নয়, নাচের জন্যও মাধুরী সকলের নয়নের মণি। বহু মধ্যমেধার মেনস্ট্রিম ছবি সুপারহিট হয়েছিল শুধুমাত্র মাধুরীর ডান্স নাম্বারের জন্য।
কিন্তু দুই বড় দিদিও আছেন মাধুরীর। যাঁরা লাইমলাইটের থেকে দূরে থাকতেই চিরকাল পছন্দ করেছেন। কেউ জানতই না মাধুরীর আরও দুই দিদি আছে। শুধু তাই নয়, তাঁরা তালিম নেওয়া কত্থক নৃত্যশিল্পী। কিন্তু গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে তাঁরা চাননি।