দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা রণদীপ হুডা। তাঁদের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তখন উত্তাল চর্চা। এবার এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বিয়ের সেই দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। জানালেন, “বিয়েটা যেন ছিল গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে”।
রণদীপ জানান, বিয়ের সময় মনিপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছিল। কিন্তু সেসব সত্ত্বেও তিনি স্থির ছিলেন যে, হবু স্ত্রীর বাড়িতে গিয়েই বিয়ে করবেন। তাঁর কথায়, “মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে না করলে, সেটা আর কেমন বিয়ে?”
#REL