দ্য ওয়াল ব্যুরো: জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda) এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম (Lin Laishram)। ঐতিহ্যবাহী মণিপুরী রীতিতে বিয়ের দুই বছর পূর্তিতে এই তারকা দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের (Pregnancy Announcement) সুখবর দিলেন।
ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে এই দম্পতি খবরটি শেয়ার করেন। তাঁরা লেখেন, "দুই বছর ধরে প্রেম, অ্যাডভেঞ্চার, আর এবার... পথে আসছে এক লিটল ওয়াইল্ড ওয়ান।"
#REL