কাজল বসাক, নদিয়া
বুধবার দুপুরে তিন সদস্যের ফরেন্সিক দল এল কালীগঞ্জের মোলান্দি গ্রামে। মৃত নাবালিকার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। ঘর ও উঠোনের নানা প্রান্ত ঘুরে দেখেন বিশেষজ্ঞরা। তদন্তের জন্য় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সোমবার ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বার করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।