দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা। জানালেন, এক সময় ক্রিকেটার হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর, কিন্তু তা কখনও প্রেমের সম্পর্কে পৌঁছয়নি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব সাক্ষাৎকারে এসে এষা বলেন, “হ্যাঁ, বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনও একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর বাস্তব হয়নি।” তিনি আরও জানান, সময় ও পরিস্থিতির কারণে সম্পর্ক গভীরে যায়নি, এবং তাদের মধ্যে কোনও তিক্ততাও তৈরি হয়নি।
#REL