দ্য ওয়াল ব্যুরো: অতীতের তিক্ততা পাশে রেখে হোয়াইট হাউসে (White House) মুখোমুখি বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। যাঁকে নিয়ে জনসভায় ‘জিহাদি’ (Jihadi) তকমা শুনতে হয়েছিল, সেই মামদানিকেই এ বার প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের মন্তব্য, “ওঁকে দেখে অনেক রক্ষণশীল মানুষও অবাক হবেন। নিউইয়র্ককে আরও শক্তিশালী ও নিরাপদ করতে আমি সাহায্য করব।” মামদানিও সমান সৌজন্য দেখিয়ে বলেন, “ভিন্নমত থাকলেও আমাদের উদ্দেশ্য এক— নিউইয়র্কবাসীর সেবা।”