দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ধাঁচে, শাহরুখের মতো হাত ছড়িয়ে শহরের রাস্তায় ভোটের আর্জি, এ দৃশ্য বিরল। মুখে হিন্দি সিনেমার সংলাপ, বাংলায় কথাও বলছেন। সবমিলিয়ে পথচলতি মানুষদের কাছে এ বেশ মনোগ্রাহী ব্যাপারস্যাপার।
হবে না-ই কেন! ৩৩ বছরের মেয়র পদপ্রার্থী এই তরুণের সঙ্গে রয়েছে গভীর বলিউড যোগ। মা যে তাঁর বিখ্যাত পরিচালক মীরা নায়ার। জন্মসূত্রে তিনি গুজরাতি মুসলিম। উগান্ডায় জন্ম হলেও ৭ বছর বয়স থেকে নিউইয়র্কের পাকাপাকি বাস। পড়াশোনা থেকে রাজনীতি এই মাটিতেই।