দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছেন। আজ, বুধবার তিনি লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ (Parliament, constitution amendment) করবেন, যার মাধ্যমে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের বিরুদ্ধে যদি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন হেফাজতে থাকতে হয়, তবে তাঁদের পদ থেকে অপসারণ করা হবে।