দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগের রাতে আলোয় ভাসল অযোধ্যা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে পালিত হল নবম দীপোৎসব। এবারের উৎসবে ৫৬টি ঘাটজুড়ে জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, যা নতুন গিনেস রেকর্ড গড়ার পথে। হাজার হাজার ভক্ত আর স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে আলোয়, সংগীতে, ও ভক্তিতে মেতে উঠেছিল অযোধ্যা।
রবিবার সন্ধ্যায় যোগী নিজে শিল্পীদের সঙ্গে রাম, সীতা ও লক্ষ্মণের আরতি করেন। তিনি টানেন প্রতীকী পুষ্পক বিমানের রথও, যা রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের প্রতীক। ২,১০০ জন শিল্পী একসঙ্গে আরতি করেন এদিন, সেই দৃশ্যেই যেন ফিরে আসে রামকথা।
#REL