দ্য ওয়াল ব্যুরো: বোনের বিয়ের টাকার ভাগ নিয়ে বিরোধের জের! 'ঝামেলা মেটাতে' খুন করে ৭০ কিলোমিটার দূরে দেহ ফেলে এল দাদা - এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। ঘটনাস্থল, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে (Uttar Pradesh Incident)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাম আশিস নিষাদ (৩২)। বুধবার রাতে কুশীনগর জেলার এক আখের খেতে ১৯ বছরের নীলম নিষাদের পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনার নৃশংস বিবরণ উঠে এসেছে অভিযুক্তের স্বীকারোক্তিতে।