দ্য ওয়াল ব্যুরো: লখনউর (Lucknow) নিগোহাঁন থানা এলাকার সিসেন্দি রোডের ড্রেনে উদ্ধার হওয়া শনি রাওয়াতের দেহের রহস্য উন্মোচন (death mystery solved) করল পুলিশ। তাঁর শ্বশুরবাড়ির লোকেরা পরিবারের সম্মান রক্ষার অজুহাতে ২৪ বছর বয়সি ওই যুবককে খুন করেছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, যৌথ অভিযানে নিগোহাঁন থানার টিম ও সাউথ জোন সার্ভেইল্যান্স সেল বৃহস্পতিবার সন্তোষ যাদব (৩৫), পেশায় কাপড় ব্যবসায়ী, এবং দেবেশ যাদব ওরফে বগ্গা (২৪), পেশায় গাড়িচালক - এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দু’জনেই অপরাধের কথা স্বীকার করেছে।
#REL