সাঁটে বললে এই কৌশলেই ইংল্যান্ড সিরিজের দল বাছাই, খেলোয়াড় রদবদল, ক্রিকেটারদের অবসর সংক্রান্ত একগুচ্ছ চাঁচাছোলা প্রশ্নবাণ সামলালেন অজিত আগরকর (Ajit Agarkar)। নির্বাচক প্রধানের যে কায়দায় বাউন্সার মোকাবিলা করা জরুরি, সেই পন্থাই বেছে নিলেন। অর্থাৎ, বললেন অনেক কিছুই। কিন্তু তার নির্যাস সেভাবে কিছুই দাঁড়াল না।