দ্য ওয়াল ব্যুরো: একদা যাঁরা ছিলেন অপরিহার্য, আজ তাঁদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে! রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ক্রিকেট-কেরিয়ারের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে একটাই সওয়াল যেন ঘুরেফিরে আসছে: টেস্ট থেকে অবসর—যা প্রথমে মনে হয়েছিল স্বাভাবিক সিদ্ধান্ত—সেটাই কি এখন ‘ভুল পদক্ষেপ’, ‘গলার কাঁটা’ হয়ে উঠল? প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া (Aakash Chopra) যে কারণে সরাসরি বলেই দিলেন, ‘ওরা নিজেদের হাত নিজেরাই বেঁধে ফেলেছে!’