দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের (UN) সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistam PM Shehbaz Sharif) বক্তব্যকে নস্যাৎ করেছেন তরুণ ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট (Petal Gahlot)। ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি হিসেবে তিনি শরিফের বক্তব্যের উত্তরে ‘রাইট অব রিপ্লাই’ ব্যবহার করে অভিযোগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। ভারতের সিঁদুর অভিযান (Operation Sindoor) প্রসঙ্গ টেনে পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দেন গেহলট।