দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) ২০২৫ ফাইনালের পর ‘ট্রফি-গেট’ আরও ঘনীভূত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি (Mohsin Naqvi) অবশেষে মুখ খুলে জানালেন, তিনি “কিছুই ভুল করেননি” এবং ভারত চাইলে দুবাইয়ে এসিসি-র দফতরে এসে ট্রফি সংগ্রহ করতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিসিসিআইয়ের কাছে মোটেও ক্ষমা চাননি, ভুল খবর রটেছে।
কী বলেছেন নকভি