দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে তৈরি হল জগন্নাথ মূর্তি। পরিবেশ রক্ষা ও হস্তশিল্প প্রসারে বিশেষ বার্তা দিলেন ভাতারের এক শিক্ষক।
তাঁতের শাড়ি ও গামছাকে ব্যবহার করে প্রভু জগন্নাথের মূর্তি গড়ে তুললেন শিক্ষক তপন দাস। একই সঙ্গে বলভদ্র ও সুভদ্রারও মুর্তিও গড়েছেন তিনি। দিঘার জগন্নাথ ধামের সুবাদে গোটা বাংলা এবার প্রভু জগন্নাথে মগ্ন। তাই রথের আগে প্রভু জগন্নাথের মুর্তি গড়ার পরিকল্পনা নিলেন তিনি। বাংলার হস্তশিল্পকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে বাংলারই তাঁতের কাপড় ও গামছাকে ব্যবহার করা হয়েছে বলে জানান শিল্পী তপন দাস।