দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে জানিয়েছিলেন, অধ্যায় সমাপ্ত। এবার নতুন গন্তব্যে পা বাড়ানোর অপেক্ষা। আল নাসের ছেড়ে কি ইউরোপের কোনও ক্লাবে যেতে চলেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল মহলে।
যদিও সমস্ত গুঞ্জনে ইতি টেনে সিআরসেভেন জানিয়ে দিলেন, তিনি কোথাও যাচ্ছেন না। থাকছেন সৌদিতে (Saudi Arabia)। খেলবেন একই ক্লাবে (Al-Nassr)। আর এই বিশ্বস্ততা ও আনুগত্যের পুরস্কার হিসেবে যা কিছু জুটেছে এবং আগামীতেও জুটতে চলেছে, তাতে বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী খেলোয়াড় হিসেবে নিজের নাম পাকাপাকিভাবে তুলবেন রোনাল্ডো।
#REL