দ্য ওয়াল ব্যুরো: আবার ট্রেন বিভ্রাট দমদম জংশনে (Dumdum)। এবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল (Bangaon local train )।
রেল সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার সময়। ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। যার জেরে দমদম-বারাসত লাইনে ঘণ্টা খানেকের বেশি সময় ধরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার জেরে তীব্র গরমের মধ্যে রীতিমতো দুর্ভোগে পড়তে হয় রেলযাত্রীদের।
#REL