দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে ফের এক গুচ্ছ ট্রেন বাতিল (Train Cancel)! রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, বড়সড় ট্র্যাফিক ব্লকের জন্য দমদম জংশন স্টেশনে (Dumdum Junction) ডাউন লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আগামী শনিবার, ২ অগস্ট রাত ১০:৫০ থেকে রবিবার, ৩ অগস্ট সকাল ৫:৫০, টানা ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, এই সময়কালে চলবে ট্র্যাক মেরামতির কাজ।