দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্ত এলেই যেন ট্রেন দুর্ভোগ! এবারও তার ব্যতিক্রম নয়।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৬ ও ২৭ জুলাই দমদম জংশনে (, Dumdum Junction) জরুরি কাজের জন্য বাতিল করা হচ্ছে শিয়ালদহ শাখার (Sealdah Division) একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। সেই সঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে।
#REL
বাতিল হওয়া লোকাল ট্রেনগুলির তালিকায় রয়েছে ডানকুনি, বারাসাত, দত্তপুকুর, হাবড়া এবং বনগাঁ শাখার একাধিক ট্রেন। শুধু তাই নয়, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে।